রোজদিন ডেস্ক, কলকাতা:- জীবনের কোনো দাম নেই, এক পলকেই সব কিছু পাল্টে যেতে পারে। নিয়তি সত্যি অদ্ভুত। সম্প্রতি উত্তরপ্রদেশের গোরখপুরে একটি মর্মান্তিক দুর্ঘটনা এই জীবনের আসল সত্যটা প্রমাণ করেছে যে মৃত্যু আমাদের হাতের বাইরে। গোরখপুরের সোনবার্সা মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটেছে, যা স্থানীয় এলাকায় শোকের ছায়া ফেলেছে।
স্থানীয় বাসিন্দা একজন ব্যক্তি তার মেয়ে এবং ভাগ্নিকে সঙ্গে নিয়ে বাইকে বাইরে বেরিয়েছিলেন। তারা সোনবার্সা মার্কেট এলাকার ডাম্পিং ইয়ার্ডে পৌঁছানোর সময়, তাদের মাথার ওপরে থাকা ১১ কেভি বৈদ্যুতিক তারের ওপর একটি বাঁদর ঝাঁপিয়ে পড়ে। ফলে একটি তার ছিঁড়ে বাইকের উপর পড়ে। এতে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সকলের চোখের সামনেই মুহূর্তে তিনজনই আগুনে পুড়ে মারা যান।
স্থানীয়রা তাদের বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। ঘটনাটির দৃশ্য স্থানীয় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ার কারণ ওই বাঁদরটি ঝাঁপিয়ে পড়া, এই মর্মে বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে এবং মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা করে এক্স-গ্রেশিয়া ঘোষণা করা হয়েছে। পুলিশ ঘটনাটি নিয়ে মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে।
गोरखपुर एम्स थाना क्षेत्र के विशुनपुर खुर्द टोला धनहा निवासी शिवराज निषाद (24 वर्ष) अपने 9 वर्षीया भतीजी व दो वर्षीया पुत्री को बाइक पर बैठाकर सोनबरसा बाजार से घर जा रहा थे।पुलिया के पास एचटी लाइन का तार टूट गया।बाइक सवार तीनो उसके चपेट में आ गए और जलकर तीनो की मौत हो गई है।
1/2 pic.twitter.com/tGgYK1DAZv— RAJ PATHAK (JOURNALIST) (@Rajpathak4up) December 29, 2024
Be the first to comment