হিজাব পরে সোনা কেনা যাবে না, নির্দেশিকা বিহারের জুয়েলার্স সংগঠনের

Spread the love

রোজদিন ডেস্ক : হিজাব পরে সোনা কেনা যাবে না। এমনই নির্দেশিকা জারি করলো বিহারের অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ডস্মিথ ফেডারেশন (এআইজেজিএফ)। নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত। এখন থেকে হিজাব পরে বা গামছায় মুখ ঢেকে দোকানে এসে সোনা রূপো ইত্যাদি কেনা যাবে না বলে সংগঠনের রাজ্য সভাপতি অশোক কুমার ভার্মা জানান।
বলেন, এখন সোনার দাম অনেক বেড়েছে। ১০ গ্রামের দাম প্রায় দেড় লক্ষ টাকা ছুঁই ছুঁই। লাফ দিয়ে বাড়ছে রূপোর দামও। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চুরি ডাকাতি, প্রতারণাও। অনেক সময় হিজাব, বোরখা পরে বা গামছা, হেলমেট দিয়ে মুখ ঢেকে এক সঙ্গে অনেকে সোনা রূপো কেনার ছলে দোকানে এসে ডাকাতি করে চলে যায়। এই ধরনের ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতে সাবধান হওয়াই এর লক্ষ্য, হিজাব বোরখা ইত্যাদিকে অসম্মান করা নয়। এর জন্য পুরুষদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পাটনার এসপিও তাঁদের এই সিদ্ধান্তে সহমত হয়েছেন। প্রথম বিহারে এই বিষয়ে নির্দেশিকা জারি হলেও অন্য কয়েকটি রাজ্যের কিছু জেলায় এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নিয়ে কেউ যাতে ভুল না বোঝেন তার জন্য আবেদন জানান অশোক কুমার ভার্মা। মঙ্গলবার উত্তর প্রদেশের ঝাঁসির সিপ্রি বাজারেও এই ধরনের ব্যবস্থা নেওয়া হয় বলে প্রকাশ।
প্রসঙ্গত, বিহারে সম্প্রতি তরুণী চিকিৎসকের হিজাব সরিয়ে দেওয়া নিয়ে দেশব্যাপী বিতর্কের মুখে পড়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় দুই ছাত্রীর হিজাব সরানো নিয়েও বিতর্ক দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*