লন্ডনে প্যালেস্টাইনের দূতাবাস খুলছে

Spread the love

রোজদিন ডেস্ক : লন্ডনে প্যালেস্টাইনের (ফিলিস্তিনি) দূতাবাস খুললো। একে ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করছেন ওই দেশের রাষ্ট্রদূত হুসাম জোমলট। সোমবার কনকনে ঠান্ডায় জবুথবু লন্ডনে এই দূতাবাস উদ্বোধন তাঁদের কাছে উষ্ণতার বার্তা বয়ে এনেছে। গত সেপ্টেম্বরে ইংল্যান্ড প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পর দূতাবাস খোলার প্রয়াস নেওয়া হয়। গত দু-বছরের বেশি গাজায় ইজরায়েলি আক্রমণে বিধ্বস্ত ওই দেশে এই স্বীকৃতি নতুন হাওয়া এনে দেয়। উদ্বোধনী অনুষ্ঠানে জোমলট বলেন, পূর্ণ কুটনৈতিক মর্যাদা ও সুযোগ সুবিধা-সহ এই দূতাবাস তাঁদের জনগণের সার্বভৌম রাষ্ট্র পাওয়ার অধিকার ও জাতির সমতার প্রতীক। এই দূতাবাস প্রমাণ করেছে যে তাঁদের পরিচয় অস্বীকার করা যাবে না, তাঁদের অস্তিত্ব মুছে ফেলা যাবে না ও তাঁদের জীবনের দামও কমিয়ে দেওয়া যাবে না। লন্ডনের কূটনীতিক অ্যালিস্টার হ্যারিসন একে ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেন।

ছবি সৌজন্যে : আলজাজিরা

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*