রোজদিন ডেস্ক, কলকাতা:- টিকিট কাটতে পারছেন না কেউ ই। সকাল থেকেই সারা দেশ জুড়ে IRCTC সার্ভার ডাউন। বছরের এই দিন গুলিতেই যেখানে ভিড় হয় , মানুষ উইন্টার ভ্যাকেশন এ যাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্তের টিকিট কাটে আর তখনই পড়তে হলো এই সমস্যা এ। বছরের শেষ দিনেও IRCTC-র সার্ভার বসে গেল। ফলে কোনও যাত্রী ট্রেনের টিকিট বুক করতে পারছেন না। টিকিট কাটতেও পারছেন না। মঙ্গলবার সকাল থেকেই ধীর গতিতে চলতে শুরু করে IRCTC। বেলা গড়াতেই সার্ভার একেবারে বসে যায়। অর্থাৎ যাত্রীরা কেউ টিকিট কাটতে পারছেন না ভারতীয় রেলওয়ের এই ওয়েবসাইট থেকে।
সবকিছু মিলিয়ে আইআরসিটিসির সার্ভার বসে যেতেই তা নিয়ে হুলুস্থূল শুরু হয়ে যায়।
IRCTC का सर्वर हुआ ठप
नहीं हो पा रही है टिकट बुकिंग
यात्री हो रहे हैं परेशान#TicketBookingIssues #PassengerInconvenience #IRCTCUpdate #IRCTCServerDown #IRCTC #WebServerDown #NewsIndia24x7 @IRCTCofficial @RailwaySeva @RailMinIndia pic.twitter.com/2CvLT3q3KP
— News India 24×7 (@newsindia24x7_) December 31, 2024
Be the first to comment