রোজদিন ডেস্ক : নতুন বছরে সুখবর প্রাথমিকের শিক্ষকদের জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশে ১৯৮২ জনের চাকরি হল। বুধবার তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরা প্রত্যেকেই ২০২০-২২-এর শিক্ষাবর্ষের উত্তীর্ণ চাকরিপ্রার্থী। ২০২২ সালে রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যাঁরা ডিএলএড পাশ করেননি, তাঁরাও চাকরিতে সুযোগ পাবেন বলে আগেই বলেছিল সুপ্রিম কোর্ট। প্রাথমিকে ১১,৭৬৫টি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, যাদের চাকরি দেওয়া হয়েছে তাদের অনেকেরই কাট অফ মার্কস বেশি ছিল। এদের ইন্টারভিউ এবং নথি যাচাই হয়ে গিয়েছে। যে সমস্ত জায়গায় শূন্যপদ ইতিমধ্যেই রয়েছে সেখানে এদের নিয়োগ করা হবে। আগামী ১৫-২০ দিনের মধ্যে তারা কাজে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।

Be the first to comment