রোজদিন ডেস্ক, কলকাতা:-ভিয়েতনাম সফরে বেরিয়েছেন রাহুল গান্ধী। এ নিয়ে নানারকম জল্পনা রাজনৈতিক মহলে। রবিবার রাতেই দিল্লি ছেড়েছেন রাহুল। রাহুল এখন লোকসভার বিরোধী দলনেতা। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের শ্রদ্ধায় দেশে চলছে জাতীয় শোক। আগামী কাল ১ জানুয়ারি পর্যন্ত অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।
হবে না কোনও সরকারি অনুষ্ঠান। এহেন পরিস্থিতিতে বর্ষশেষের ছুটি কাটাতে রাহুলের বিদেশ যাত্রা’ ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।
রাহুলের নিন্দায় মুখর হয়েছে বিজেপি। দলের মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, ‘দেশ যখন মনমোহন সিংয়ের প্রয়াণে শোকাহত, তখন রাহুল গান্ধী ছুটি কাটাতে ভিয়েতনাম গিয়েছেন। নিজের রাজনৈতিক স্বার্থে তিনি মনমোহন সিংয়ের মৃত্যুকে কাজে লাগিয়েছেন।’ যদিও পাল্টা কংগ্রেসও সামাল দেওয়ার চেষ্টা করেছে। দলের সাংসদ তথা রাহুল ঘনিষ্ঠ নেতা মানিক্কম টেগর বলেছেন, ‘ব্যক্তিগতভাবে রাহুল গান্ধী বিদেশ গেছেন তো কী হয়েছে? এ নিয়ে সমালোচনার কী আছে। বিজেপি এভাবে দৃষ্টি না ঘুরিয়ে আগে বলুক কেন ডঃ মনমোহন সিংকে নিগমবোধ ঘাটে অন্ত্যেষ্টি করে অপমান করেছে?’
Be the first to comment