মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানের লজ্জার হার হলো টিম ইন্ডিয়ার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ১৮৪ রানের হার হলো টিম ইন্ডিয়ার। সিরিজেও ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া।৮৮ রান জুটিতে যোগ করেন পন্থ ও যশস্বী। কিন্তু ফের আরও একবার নিজের অতিরিক্ত আক্রমণাত্মক ক্রিকেট খেলার খেসারত দিতে হয় পন্থকে। আর পার্টনারশিপ ভাঙতেই ধস নামে ভারতীয় ব্যাটিং লাইনে।

প্রথম ইনিংসে পুল মারতে গিয়ে আউট হওয়ার পর পন্থের তীব্র সমালোচনা করেছিলেন সুনীল গাওস্কর। তাঁকে ‘স্টুপিড’ বলেছিলেন। দ্বিতীয় ইনিংসেও সেই একই কাজ করে পুল মারতে গিয়ে আউট হন পন্থ।নিজের ৪১ তম টেস্ট মেলবোর্নে খেললেন পন্থ। কিন্তু কেন এখনও টেস্ট খেলার মানসিকতা নিজের মধ্যে আনতে পারছে না পন্থ তা নিয়ে উঠছে প্রশ্ন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে বারবার ব্যর্থ হচ্ছেন পন্থ।
সোমবার মেলবোর্নে ১০৪ বল খেলে সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু তারপর ট্রেভিস হেডের বলে আউট হন পন্থ। ফলে পন্থের আউট হওয়াকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*