মেধা পাটকর
(জন্মঃ১লা ডিসেম্বর ১৯৫৪)
তিনি ভারতবৰ্ষের একজন প্রথম সারির সমাজকৰ্মী। নৰ্মদা বাঁচাও আন্দোলনএ পালন করা উল্লেখনীয় ভূমিকার জন্য ইনি বিখ্যাত।
১৯৫৪ সালের ১ ডিসেম্বরে মহারাষ্ট্ৰএর মুম্বাইয়ে মেধা পাটকরের জন্ম হয়। টাটা সামাজিক বিজ্ঞান সংস্থানের থেকে সমাজ সেবা বিভাগে ইনি স্নাতকোত্তর ডিগ্ৰী লাভ করেন।
রাইট লাইভলিহুড এওয়াৰ্ড (Right Livelihood Award), ১৯৯১ সাল, সুইডেন, গোল্ডম্যান পরিবেশ পুরস্কার টেমপ্লেট:Enwiki, ১৯৯২ সাল, সানফ্ৰান্সিস্কো, ক্যালিফোৰ্ণিয়া, গ্ৰীন রিবন এওয়াৰ্ড টেমপ্লেট:Enwiki সম্মানে তিনি সম্মানিত হয়েছেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভেচ্ছা।
মহাম্মদ কাইফ
(জন্মঃ ১ ডিসেম্বর ১৯৮০)
তিনি হলেন একজন ভারতীয় ক্রিকেটার। তিনি অনুর্দ্ধ-১৯ দলে অসাধারণ নৈপূণ্য প্রদর্শনে পরে জাতীয় দলে জায়গা করে নেন। যেখানে তিনি ২০০০ সালের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেন। তিনি টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে পরিবর্তনশীল স্ট্রাইকে রেটে আত্মরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় ধরনের খেলা খেলতে পছন্দ করেন। তার সময়ে তিনি ভারতের অন্যতম একজন ফিল্ডার ছিলেন এবং তার অসাধারণভাবে বল থ্রো করার দক্ষতা ছিল।
.
২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেঙ্গালুরুতে তিনি টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং উত্তর প্রদেশের ফুলপুর থেকে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা।
প্রেমচাঁদ ডোগরা
জন্মঃ ১লা ডিসেম্বর ১৯৫৫ সালে পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি ভারতের এক বডি বিল্ডার।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা।
অভিষেক ঝুনঝুনওয়ালা
জন্মঃ ১ লা ডিসেম্বর ১৯৮২
তিনি একজন ভারতীয় ক্রিকেটার। ভারতীয় ২০-২০ বিশ্বকাপে তিনি খেলেছেন। এছাড়াও তিনি রয়াল বেঙ্গল টাইগার টিমে এবং রাজস্থান রয়ালের হয়েও আই পি এল – এ খেলেছেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment