মারা গেলেন ক্রিকেট জগতের খ্যাতনামা নক্ষত্র শ্রীরূপা বোস মুখার্জি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। বৃহষ্পতিবার সকাল ১০.৩০টা নাগাদ নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন এই অলরাউন্ডার। জানা গিয়েছে, এদিন সকালে বাথরুমে পড়ে যান তিনি। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুধুমাত্র জাতীয় ক্রিকেট দলে মহিলাদের অধিনায়কত্ব করাই নয় ১৯৯৩, ১৯৯৭ ও ২০০০ সালে ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হিসাবে গুরু দায়িত্ব পালন করেছেন তিনি। পরে মহিলা নির্বাচক কমিটির চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব সামলেছেন বহু বছর। কিন্তু শেষপর্যন্ত কাটল তাল। বৃহষ্পতিবার সকালে মৃত্যু হলো বিশিষ্ট এই ক্রীড়াবিদের।
এদিন শ্রীরূপা বোস মুখার্জির মৃত্যুতে শোকজ্ঞাপণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটারে লেখেন, শ্রীরূপা বোস মুখার্জির মৃত্যুতে শোকাহত। জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলা ছাড়াও তিনি জাতীয় মহিলা ক্রিকেট দলের দায়িত্ব পালন করেছিলেন। ওঁনার পরিবার ও বন্ধুদের আমার গভীর সমবেদনা জানাই।
Be the first to comment