আরো ১২

Spread the love
  1. “আবার জিতবে বাংলা”, কর্মসূচিতে আজ দুই দিনাজপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  2. দুই জেলায় এসআইআরের কারণে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন।
  3. শেষে এদিন বিকেলে ইটাহারে করবেন রোড শো।
  4. অবস্থা স্থিতিশীল, হাসপাতালেই সনিয়া গান্ধি।
  5. কাজের চাপে অসুস্থ, এবার মালদহে মৃত্যু হল এক মহিলা বিএলওর।
  6. আগামীকাল বৃহস্পতিবার ভোট নয়, এমন রাজ্যগুলিকে নিয়ে দিল্লিতে বৈঠকে নির্বাচন কমিশন।
  7. চলতি মাসের ২০ তারিখ থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার কথা জানালো মধ্যশিক্ষা পর্ষদ। ওই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিসগুলি খোলা থাকবে।
  8. মঙ্গলবার সকাল থেকে বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার প্রবর্তক জুটমিল।
  9. একাধিক কেন্দ্রের ভোটার তালিকায় নাম৷ রুখতে নয়া ব্যবস্থা কমিশনের।
  10. বুধবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি, দমদম ৯.৮ ডিগ্রি। দক্ষিণবঙ্গ জুড়ে অব্যাহত শীতের দাপট।
  11. আবহাওয়া দফতর বলছে সপ্তাহভর এই পরিস্থিতিই চলবে রাজ্যজুড়ে। শনিবার থেকে কিছুটা বদল হতে পারে।
  12. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিজাব বিতর্কে কি ছুটিতে পাঠানো হল ইংরাজির বিভাগীয় প্রধান শাশ্বতী হালদারকে? প্রশ্ন ক্যাম্পাসে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*