পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আজ ৭ জানুয়ারি নেতাই দিবস। এই উপলক্ষে শহিদদের শ্রদ্ধা জানিয়ে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. মহারাষ্ট্রের জেল থেকে ফেরা দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে অভিষেক। দিলেন আর্থিক সাহায্য ও পাশে থাকার আশ্বাস।
  3. দিলেন ১৫-এ ১৫ টার্গেট। ইটাহারে রোড শো-এর পর কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে বললেন অভিষেক।
  4. বুধবার দুপুরে ইটাহারে অভিষেকের রোড শো-এ মানুষের ঢল।
  5. কাজের চাপে অসুস্থ, এবার মালদহে মৃত্যু হল এক মহিলা বিএলওর। কমিশনকে তোপ তৃণমূলের।
  6. আগামীকাল বৃহস্পতিবার ভোট নয়, এমন রাজ্যগুলিকে নিয়ে দিল্লিতে বৈঠকে নির্বাচন কমিশন।
  7. চলতি মাসের ২০ তারিখ থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, জানালো মধ্যশিক্ষা পর্ষদ।
  8. বুধবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি, দমদম ৯.৮ ডিগ্রি। দক্ষিণবঙ্গ জুড়ে অব্যাহত শীতের দাপট।
  9. রাজ্যজুড়ে সপ্তাহভর শৈত্য প্রবাহের আশঙ্কা, শনিবার থেকে কিছুটা বদলাতে পারে, পূর্বাভাস হাওয়া অফিসের।
  10. গঙ্গাসাগর যাত্রীদের জন্য একাধিক ব্যবস্থা কলকাতা পুলিশের।
  11. নারী ও শিশু পাচারচক্রের অভিযোগের তদন্তে নেমে কল্যাণী থেকে দু’জনকে গ্রেফতার করল লালবাজার।
  12. আনন্দপুরে বন্ধুর বাড়িতে পার্টিতে ডেকে কলেজ পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে ধৃত এক।
  13. সাগর দত্ত হাসপাতালের মর্গে দেহ রাখতে ২২ হাজার টাকা দাবি, বিধায়কের হস্তক্ষেপে সমাধান, আটক এক।
  14. পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের দফতরে অ্যাম্বুল্যান্সেই হল পক্ষাঘাতগ্রস্তের শুনানি।
  15. চিকিৎসকের নির্দেশ অগ্রাহ্য করে হাইডোজের ওষুধ দোকানির, অন্তঃসত্ত্বার গর্ভপাতে চাঞ্চল্য সালানপুরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*