- আজ ৭ জানুয়ারি নেতাই দিবস। এই উপলক্ষে শহিদদের শ্রদ্ধা জানিয়ে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- মহারাষ্ট্রের জেল থেকে ফেরা দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে অভিষেক। দিলেন আর্থিক সাহায্য ও পাশে থাকার আশ্বাস।
- দিলেন ১৫-এ ১৫ টার্গেট। ইটাহারে রোড শো-এর পর কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে বললেন অভিষেক।
- বুধবার দুপুরে ইটাহারে অভিষেকের রোড শো-এ মানুষের ঢল।
- কাজের চাপে অসুস্থ, এবার মালদহে মৃত্যু হল এক মহিলা বিএলওর। কমিশনকে তোপ তৃণমূলের।
- আগামীকাল বৃহস্পতিবার ভোট নয়, এমন রাজ্যগুলিকে নিয়ে দিল্লিতে বৈঠকে নির্বাচন কমিশন।
- চলতি মাসের ২০ তারিখ থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, জানালো মধ্যশিক্ষা পর্ষদ।
- বুধবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি, দমদম ৯.৮ ডিগ্রি। দক্ষিণবঙ্গ জুড়ে অব্যাহত শীতের দাপট।
- রাজ্যজুড়ে সপ্তাহভর শৈত্য প্রবাহের আশঙ্কা, শনিবার থেকে কিছুটা বদলাতে পারে, পূর্বাভাস হাওয়া অফিসের।
- গঙ্গাসাগর যাত্রীদের জন্য একাধিক ব্যবস্থা কলকাতা পুলিশের।
- নারী ও শিশু পাচারচক্রের অভিযোগের তদন্তে নেমে কল্যাণী থেকে দু’জনকে গ্রেফতার করল লালবাজার।
- আনন্দপুরে বন্ধুর বাড়িতে পার্টিতে ডেকে কলেজ পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে ধৃত এক।
- সাগর দত্ত হাসপাতালের মর্গে দেহ রাখতে ২২ হাজার টাকা দাবি, বিধায়কের হস্তক্ষেপে সমাধান, আটক এক।
- পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের দফতরে অ্যাম্বুল্যান্সেই হল পক্ষাঘাতগ্রস্তের শুনানি।
- চিকিৎসকের নির্দেশ অগ্রাহ্য করে হাইডোজের ওষুধ দোকানির, অন্তঃসত্ত্বার গর্ভপাতে চাঞ্চল্য সালানপুরে।

Be the first to comment