ফেব্রুয়ারির পর ফের বাড়তে চলেছে অন্তর্দেশীয় বিমানভাড়া

Spread the love

ফেব্রুয়ারির পর ফের বাড়তে চলেছে অন্তর্দেশীয় বিমানভাড়া। ১ জুন থেকে দেশের সমস্ত ঘরোয়া উড়ানের ভাড়া ৩০০ থেকে হাজার টাকা করে বাড়ানো হয়েছে। শুক্রবার একটি নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ঘরোয়া উড়ানের সর্বনিম্ন ভাড়া ১৩ শতাংশ থেকে বাড়িয়ে ১৬ শতাংশ করা হয়েছে। এর জেরে আগামী মাস থেকে ৪০ মিনিটের কম সময়ের উড়ানের জন্য বিমানের টিকিট খরচ ন্যূনতম ২ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২ হাজার ৬০০ টাকা।

এই মুহূর্তে ৪০ মিনিট থেকে ১ ঘণ্টায় সময়সীমার উড়ানের ক্ষেত্রে যাত্রীদের কম পক্ষে ২ হাজার ৯০০ টাকা ভাড়া দিতে হয়। আগামী মাস থেকে তা বেড়ে হবে ৩ হাজার ৩০০ টাকা। অন্য দিকে, ১ থেকে দেড় ঘণ্টায় উড়ানে ভাড়া হবে ৪ হাজার টাকা এবং দেড় থেকে ২ ঘণ্টার জন্য খরচ হবে ৪ হাজার ৭০০ টাকা। আড়াই থেকে ৩ ঘণ্টা এবং ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টার জন্য ভাড়া বাড়বে যথাক্রমে ৬ হাজার ১০০ ও ৭ হাজার ৪০০ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*