স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র বিরুদ্ধে নিয়োগ-দুর্নীতির মামলায় রাজ্যের অন্তত দু’জন মন্ত্রী ইতিমধ্যে কয়েক দফায় সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়েছেন। কয়লা পাচার মামলাতেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আরও এক বিধায়ক-মন্ত্রী তাদের আতশ কাচের নীচে আছেন বলে ওই কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি।
তদন্তকারীরা জানান, আগামী সপ্তাহে ওই মন্ত্রীকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। এর আগে কয়লা কাণ্ডে মন্ত্রী মলয় ঘটককে প্রশ্ন করা হয়েছে।
কয়লা পাচার কাণ্ডে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে ইতিমধ্যেই তলব করেছে সিবিআই। এ বার ডাক পড়তে চলেছে অভিযেক-ঘনিষ্ঠ বলে পরিচিত ওই মন্ত্রীর।
Be the first to comment