রাসায়নিক কারখানার বয়লার ফেটে ভয়াবহ বিস্ফোরণ ৷ আর সেই বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল একাধিক শ্রমিকের ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী ৯ জন শ্রমিক জীবন্ত পুড়ে মারা গিয়েছে ৷ মর্মান্তিক ঘটনাটি উত্তরপ্রদেশের হাপুর জেলার ৷ বিস্ফোরণের খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় দমকল ও পুলিস ৷ জানা গিয়েছে, কারখানার ভিতর এখনও অনেকে আটকে রয়েছেন ৷ তাঁদের বের করে আনার চেষ্টা চলছে ৷
এ দিন দুপুর ৩টে নাগাদ কান ঝালাপালা করে দেওয়ার মতো তীব্র শব্দ শুনতে পান স্থানীয়রা ৷ বাইরে বেরিয়ে দেখেন, রাসায়নিক কারখানা ও আশেপাশের এলাকা কালো ধোঁয়ায় ভরে গিয়েছে ৷ বুঝতে পারেন, বিস্ফোরণটা কারখানার ভিতরে হয়েছে৷ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিস ও দমকল ৷ চলে আগুন নেভানোর কাজ৷ দীর্ঘক্ষণ চেষ্টার পর ভিতর থেকে ৬টি দেহ বের করে আনে উদ্ধারকারী দল ৷
উদ্ধারকাজ এখনও চলছে ৷ রয়েছেন পুলিস ও প্রশাসনের কর্তারা ৷ প্রাথমিক তদন্তের পর পুলিস জানতে পেরেছে, বিভিন্ন রাসায়নিক পদার্থের সংমিশ্রণে বিস্ফোরণ হয়েছে ৷ তার জেরে কারখানার ভিতর আগুন ধরে যায় ৷ সেই আগুনে জীবন্ত পুড়ে মৃত্যু হয় ৬ শ্রমিকের ৷ অগ্নিদগ্ধ দেহগুলি ভিতর থেকে বের করে আনা হয় ৷ ভিতরে আরও শ্রমিক আটকে পড়ে আছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে৷ কেননা বিস্ফোরণের সময় ভিতরে ২৫ জন শ্রমিক ছিলেন ৷
Be the first to comment