ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। কারণ উত্তরবঙ্গে থমকে গিয়েছে মৌসুমী বায়ু। ফলে, আগামী কয়েকদিনও একই রকম গরম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। থাকবে আদ্রতাজনিত অস্বস্তিও।
উত্তরবঙ্গের পাঁচ জেলায় আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকালের মধ্যে শুধুমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌসুমী বায়ু আপাতত শিলিগুড়িতেই আটকে রয়েছে। তবে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না । একটি অক্ষরেখা উত্তর প্রদেশের মধ্যভাগ থেকে বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুকনো থাকবে।
শুক্রবার, ৯ জুন সকালের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে, আগামী দিন চারেকের মধ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরির সম্ভাবনাও নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে কলকাতায়।
Be the first to comment