১৪ জুন পর্যন্ত রোদ্দুর রায়কে নিজেদের হেফাজতে আটকে রাখার আইনি অনুমতি পেল পুলিস

Spread the love

৬ দিন, ১৪ জুন পর্যন্ত পুলিসি হেফাজতে অনির্বাণ রায় ওরফে রোদ্দুর রায়। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্ট এই ইউটিউবারকে পুলিসি হেফাজতের নির্দেশ দেন। বুধবার রোদ্দুরকে গ্রেফতার করে কলকাতায় এনেছিল রাজ্য পুলিসের গোয়েন্দারা। এদিন তাঁকে আদালতে পেশ করা হয়। তখনই আদালত রোদ্দুরকে ৬ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেয়।

এদিন আদালতে রোদ্দুর অভিযোগ করেন, তিনি রাজনীতির শিকার। কেন তাঁকে এভাবে গ্রেফতার করে আনা হয়েছে তা তিনি জানেন না। নিজেকে একজন স্বাধীনচেতা ভারতীয় নাগরিক বলেও দাবি করেন রোদ্দুর।

সম্প্রতি কেকে ইস্যুতে মুখ খুলেছিলেন রোদ্দুর। ইউটিউবার রোদ্দুর রায় নিজের ফেসবুক পোস্টে রাজ্য সরকারের চরম উদাসীনতাই কেকে-র মৃত্যুর জন্য দায়ী করেন। এমনকি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন ভাষায় গালিগালাজ করেন। মুখ্যমন্ত্রীর বাংলা সাহিত্যচর্চায় নিরলস সাধনার জন্য বাংলা আকাদেমি পুরস্কার পাওয়া নিয়েও কিছুদিন আগেই তিনি মন্তব্য করেন। রীতিমতো কটূকথা বলতেও শোনা গিয়েছিল রোদ্দুরকে।

একের পর এক আক্রমণ, কুরুচিকর মন্তব্য, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অশ্লীল ভাষায় আক্রমণ ইত্যাদির জেরে রোদ্দুরের বিরুদ্ধে প্রথমে এক তৃণমূলকর্মী পরে সাংসদ শান্তনু সেন পুলিসে অভিযোগ করেন। তার প্রেক্ষিতেই গত মঙ্গলবার গোয়া থেকে গ্রেফতার করা হয় রোদ্দুরকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*