নূপুর শর্মা এবং নবীন জিন্দলের গ্রেফতারের দাবি আগেই তুলেছিলেন তিনি। এবার এই দুই বিজেপি নেতার বক্তব্যের জেরে বাংলায় সকাল থেকে চলা অবরোধ তুলতে হাতজোড় করে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা কথায়, বাংলা শান্তির ভূমি। এখানে হিন্দু -মুসলিম-খ্রিস্টান সব ধর্মের মানুষ সমান ভাবে শান্তিতে বসবাস করতে পারেন। বিজেপির কিছু নেতার উস্কানিমূলক কথায় বাংলার শান্তির পরিবেশ নষ্ট হবে তা কোনও ভাবেই মেনে নেব না।
মমতা বলেন, কিছু বিজেপি নেতার উস্কানিমূলক মন্তব্যে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। বাংলা শান্তির মাটি। উত্তরপ্রদেশ-দিল্লিতে প্রতিবাদ করুন। বাংলায় কোনও রকম দাঙ্গা বাঁধাতে দেব না। এই রাজ্যের মানুষ শান্তিতে বসবাস করেন।
মুখ্যমন্ত্রীর আবেদন, যদি আমার প্রতি কোনও ক্ষোভ থাকে সেটা বলুন। বাংলাকে অশান্ত করবেন না। আমাকে খুন করলে যদি আপনারা শান্তি পান, তাই করুন। বাংলাকে খুন করবেন না। বাংলার ঐতিহ্য আছে। পরম্পরা আছে। এখানকার মানুষ সব ধর্মের প্রতিনিধিকে নিয়ে থাকতে পারেন। কখনই এই ভাতৃত্ববোধে ব্যাঘাত ঘটাবেন না।
নূপুর-নবীনের ‘ধর্ম’ নিয়ে মন্তব্যের জেরে ইতিমধ্যেই বিদেশে মুখ পুড়েছে ভারতের। বাধ্য হয়ে চাপে পড়ে এই দুই বিজেপি নেতার বিরুদ্ধে পদক্ষেপ করেছে দল। বৃহস্পতিবার সেই মন্তব্যের প্রতিবাদেই কোণা এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অবরোধ হয়। ঘন্টার পর ঘণ্টা আটকে থাকে অ্যাম্বুল্যান্স, দূরপাল্লার বাস, আনাজ আনা লরি-সহ একাধিক যান। চরমে ওঠে দুর্ভোগ।
সেই প্রেক্ষিতেই এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ খোলেন মমতা। অবরোধ তুলতে হাত জোড় করে অনুরোধ করেন। অবরোধকারীদের প্রতি আবেদন জানান, যার যা অভিযোগ তা যেন তাঁরা শান্তিপূর্ণ উপায়ে থানায় গিয়ে জানান। যাতে আইনত পদক্ষেপ করা যায়। মমতার অনুরোধ, শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানান। প্রয়োজনে ওই দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানান। তাঁদের গ্রেফতারির দাবি তুলুন। কিন্তু কোনও ভাবে দাঙ্গার পরিস্থিতি তৈরি করবেন না। বাংলাকে অশান্ত করবেন না। মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর দৃঢ় মন্তব্য, রাজ্যের আইনশৃঙ্খলা কোনও ভাবেই আমি বিঘ্নিত হতে দেব না।
Be the first to comment