INDIA নামটা প্রধানমন্ত্রীর পছন্দ হয়েছে! মোদিকে মোক্ষম জবাব মমতার

Spread the love

দিল্লিতে সংসদীয় কমিটির বৈঠকে I.N.D.I.A. নাম নিয়ে প্রধানমন্ত্রীর জঙ্গি সংগঠন মন্তব্যের মোক্ষম জবাব দিলেন তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, রাজভবনে বিধানসভায় আনা বিল নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান মমতা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তীব্র খোঁচা দেন তৃণমূল সভানেত্রী। তাঁর কথায়, “প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মনে হচ্ছে তিনি ‘ইন্ডিয়া’ নামটা পছন্দ করেছেন।“

মমতা বলেন, “প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মনে হচ্ছে তিনি ‘I.N.D.I.A.’ নামটা পছন্দ করেছেন। গ্রহণ করেছেন। সাধারণ জনগণও নামটা গ্রহণ করেছে।“ এরপরেই তোপ দেগে তৃণমূল সুপ্রিমো মন্তব্য প্রশ্ন তোলেন, “ভারতীয় দল যখন মাঠে নামে, সেটা যে কোনও খেলাই হোক, কেউ কী তাদের ইন্ডিয়ান মুজাহিদিন বলে? বলে, ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’। আমাদের দেশের নাম, আমাদের মাতৃভূমি ভারত।“ মমতার কথায়, “উনি ভারতের বিরুদ্ধে যত বেশি বাজে বাজে কথা বলবে, তত মনে হবে নাম তাদের পছন্দ করেছেন।“

জোটকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, “ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এসেছিল, তখন তার নামেও India শব্দটি ছিল। একইভাবে ইন্ডিয়াতেও আসে ইন্ডিয়ান মুজাহিদিনের নামও। শুধু নামেই India রেখে কিছুই পাওয়া যায় না।“ এই মন্তব্যের পরেই তার বিরুদ্ধে সরব হন বিরোধী জোটের সদস্যরা। টুইটে আক্রমণ করেন ডেরেক ওব্রায়েন থেকে রাহুল গান্ধী। এবার শেষবেলায় মোদি তীব্র খোঁচা মমতার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*