বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেতে পারবেন সন্দেশখালিতে। এখনও পর্যন্ত যে চারটি গ্রাম পঞ্চায়েতে ১৪৪ ধারা বলবৎ নেই সেই জায়গাগুলিতে যেতে পারবেন বিজেপি নেতা। প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি কৌশিক চন্দের। তবে এখনও পর্যন্ত জানা যায়নি আজই কি শুভেন্দু অধিকারী সন্দেশখালি যাবেন কি না। বেলা তিনটে নাগাদ সে বিষয়ে জানাবেন তাঁর আইনজীবী।
সন্দেশখালি যেতে চেয়ে শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা সোমবার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে ওঠে। সেখানে বিচারপতির সামনে বিরোধী দলনেতার আইনজীবী রাজদীপ মজুমদার সওয়াল করেন, ১৪৪ ধারা যে স্থানে ছিল তার আগেই বিরোধী দলনেতাকে আটকে দেওয়া হয়েছে। তার পাল্টা আবার রাজ্যের তরফে দাবি করা হয়, শুভেন্দু সন্দেশখালির বাসিন্দা নন। সন্দেশখালিতে গেলে কী হতে পারে তার উল্লেখ আছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর রিপোর্টে।
এদিন সওয়াল-জবাবের পর বিচারপতির বক্তব্য, সংবিধান অনুযায়ী যে কোনও সাধারণ নাগরিক ভারতের যে কোনও জায়গায় যেতে পারেন। এটা নিয়ে বাধা হওয়ার কথা নয়। তবে কোন কোন এলাকায় ১৪৪ ধারা নেই সেই সব জায়গাগুলি স্পষ্ট করে জানাতে হবে রাজ্যকে। সেই এলাকায় যেতে কোনও বাধা নেই শুভেন্দু অধিকারীর।
Be the first to comment