রোজদিন ডেস্ক :- কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতে কয়েকদিনের বৃষ্টিতে খানিক স্বস্তি পেয়েছিল সাধারণ মানুষজন। কিন্তু ফের তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। আবারো তাপপ্রবাহ বাড়তে শুরু করেছে।এই আবহেই কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ঘূর্ণিঝড় ‘রেমালে’র প্রবেশের আশঙ্কা।
আবহবিদরা জানিয়েছেন, এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘রেমাল’ তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৩ মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার মাঝারি সম্ভাবনা রয়েছে। ২৩ মে-র পর তা বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও আন্দামান সাগরের উত্তরদিকে অবস্থান করতে পারে।
আয়লা, আম্ফানের পর সেই মে মাসেই চোখ রাঙাচ্ছে আরও এক ঘূর্ণিঝড়। যার নাম ‘রেমাল’। রেমাল শব্দের অর্থ বালি। এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরে ২২ মে তৈরি হতে পারে একটি নিম্নচাপ বলয়। মধ্য বঙ্গোপসাগরে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
শক্তি বাড়ানোর মতো সমস্ত পরিস্থিতি তৈরি হলে, পরবর্তী সময় আরও শক্তি বাড়িয়ে এটি গভীর বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে, গভীর নিম্নচাপে যদি পরিণত হয়ও, তাহলেও, পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ার আশঙ্কা যথেষ্ট কম।
তবে রবি ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
Be the first to comment