রোজদিন ডেস্ক :- পঞ্চম দফার ভোটের শুরু থেকেই ব্যারাকপুরে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করেছে। সকালে নিজের বুথে ভোট দিতে যান অর্জুন সিং। এরপর সরাসরি তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের পার্থ ভৌমিকের বিরুদ্ধে অশান্তির অভিযোগ তোলেন অর্জুন।
হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘খেলা বন্ধ করুন’।
এদিন সকালে বাড়ি থেকে ভোট দিতে বেরিয়ে হুঙ্কার ছাড়েন অর্জুন সিং। তিনি জানিয়েছেন, ১২৩ নম্বর বুথে পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি । ১৯৮ ও ৯৯ বুথে কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানেও বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি। পার্থ ভৌমিকের নির্দেশেই এসব কাজ হচ্ছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর।
যদিও অর্জুনের সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন পার্থ ভৌমিক। ভোটের সকালে বেরিয়ে প্রথমেই নৈহাটির বড় মার মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী। ‘ভোট ভালোই হচ্ছে’, বলেন তিনি। অন্যদিকে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিটাগড়ে ভোট শুরুর খানিকক্ষণের মধ্যে ২১৫ নম্বর বুথে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, নিজেকে এজেন্ট পরিচয় দিয়ে ভোটকেন্দ্রের ভেতরে ঢুকেছিলেন ওই ব্যক্তি। কিন্তু ওই ব্যক্তি ওই বুথের ভোটার নয় বলেও অভিযোগ ওঠে। কেন্দ্রীয় বাহিনী সন্দেহ হওয়ায় তাঁকে সেই বুথ কেন্দ্র থেকে বের করে দেয়। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র হল ব্যারাকপুর, আমডাঙা, জগদ্দল, নৈহাটি, বীজপুর, ভাটপাড়া এবং নোয়াপাড়া ।
Be the first to comment