রোজদিন ডেস্ক :- রাজ্যের উপনির্বাচনেও অব্যাহত সবুজ ঝড়। আর তারই মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে দলের জয়কে জনগণের জয় হিসেবে অভিহিত করেছেন। তাঁর এই পোস্টে তিনি মা-মাটি-মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জয়বাংলা লিখেছেন।
এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “মা-মাটি-মানুষকে জানাই বিনম্র চিত্তে অভিবাদন। জয় বাংলা!” তাঁর এই বক্তব্যের মাধ্যমে তিনি দলের বিজয়ের পেছনে জনগণের অবদানকে বিশেষভাবে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আরও লেখেন, “আমার অন্তরের অন্তস্তল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার ও সালাম।”
মমতার পোস্টের মধ্যে একটি গভীর মানবিক বার্তা ছিল। তিনি লেখেন, “আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরো সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার।”
এরই মাধ্যমে তিনি সরকারের প্রকৃত উদ্দেশ্য এবং জনগণের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেছেন।
তিনি এদিন আরও লেখেন, জনগণের দেয়া আশীর্বাদ তার দলের কাছে অনুপ্রেরণার উৎস এবং এটি দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট রাজ্যে তৃণমূলের জয়লাভের পর এক নতুন উৎসাহ এবং রাজনৈতিক দৃঢ়তা তৈরি করেছে।
মা-মাটি-মানুষকে জানাই বিনম্র চিত্তে অভিবাদন। জয় বাংলা 🙏🏻 pic.twitter.com/FUQxCI1xW2
— Mamata Banerjee (@MamataOfficial) November 23, 2024
Be the first to comment