রোজদিন ডেস্ক,কলকাতা:- হামলা হতে পারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর। ২৪ শে ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বরের মধ্যে হামলার পরিকল্পনা করা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে ইতিমধ্যেই এনিয়ে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে জানিয়েছে বলে খবর। বিভিন্ন পুলিশ আধিকারিকের কাছে এনিয়ে বার্তা পাঠানো হয়েছে বলে খবর। মূলত একটি জনসভায় শুভেন্দু অধিকারী বাংলাদেশ-বিরোধী মন্তব্য করেন। এর জেরেই হামলার পরিকল্পনা করা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে গোটা বিষয়টি জানা গিয়েছে।
বাংলাদেশের দুই জঙ্গি সংগঠন, হারাকত-উল-জিহাদ-আল-ইসলামি ও হিজব-উত-তাহির, এই হামলার ছক কষেছে বলে দাবি। জানা গেছে, তিনজন বাংলাদেশি দুষ্কৃতীকে এই হামলার দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে জেড ক্যাটাগরির নিরাপত্তা পান শুভেন্দু অধিকারী। এদিকে এই হামলার আশঙ্কার বিষয়টি সামনে আসার পরেই কেন্দ্রীয় গোয়েন্দারা এনিয়ে বিভিন্ন মহলকে সতর্ক করেছে বলে খবর। কোনও জনসভায় বা অন্য কোথাও এই হামলা হতে পারে আশঙ্কা করা হচ্ছে। তাঁর নিরাপত্তা যাতে সুরক্ষিত থাকে সেকারণে যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে।
যদিও এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি জানান, এখনই এবিষয়ে কোনও মন্তব্য করবেন না।
Be the first to comment