৫০ পেরিয়ে ৫১ তম বর্ষে পা রাখলো বেলেঘাটার কলিমুদ্দিনের আমরা সবাই ক্লাবের জগদ্ধাত্রী পুজো। এখানে প্রতিবছরই নিষ্ঠার সঙ্গে পূজিত হন দেবী। বাহ্যিক খুব বেশী আড়ম্বর না থাকলেও পুজো উদ্যোক্তাদের আন্তরিকতাই এই পুজোর ইউএসপি। একদম সাবেকী ধাঁচে দেবীর মূর্তিটিও দেখতে সত্যিই অসাধারণ।
দেখুন ছবি-
Be the first to comment