ফাইল ছবি,
রাশিয়ার মানুষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে এমনই আশ্বাস দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি, পুলওয়ামায় হামলা নিয়েও পুতিন সমবেদনা জানান। জানা গিয়েছে, যে দেশ সন্ত্রাসবাদে মদত দেয়, তাকে সবরকম সাহায্য বন্ধ করা উচিত বলে দুই রাষ্ট্রনেতাই ফোনে সহমত প্রকাশ করেন।
পরে ভারতের তরফে বিবৃতিতে বলা হয়, সীমান্তের ওপারে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের স্বার্থ রক্ষার চেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করেছেন পুতিন। সন্ত্রাসবাদ দমনে দ্বিপাক্ষিক (ভারত ও রাশিয়া) সহযোগিতাকে দৃঢ় করতে ভারতের উদ্যোগকে তিনি সমর্থন জানিয়েছেন। সেজন্য প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী।
Be the first to comment