মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানকে গ্রেফতার করলো উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশের আমরোহা থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। হাসিন জাহানের জন্য শান্তি ভঙ্গ হতে পারে, এই আশঙ্কায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারায় হাসিনকে গ্রেফতারের পর তাঁকে নিয়ে এসডিএম কোর্টে পৌঁছয় পুলিশ।
উল্লেখ্য, রবিবার গভীর রাতে উত্তরপ্রদেশে সহসপুর অলি নগর গ্রামে মহম্মদ শামির পৈতৃক বাড়িতে যান হাসিন। হাসিন জাহানের সঙ্গে রাতেই তীব্র ঝগড়া ও অশান্তি শুরু হয় শামির পৈতৃক বাড়ির সদস্যদের। জানা গিয়েছে, ওই বাড়িতে শামির মাও থাকেন।
গ্রেফতারের পর হাসিন সংবাদমাধ্যমে অভিযোগ করেন, মহম্মদ শামি নিজের প্রভাব খাটিয়ে ও পয়সার জোরে উত্তরপ্রদেশ পুলিশকে কিনে নিয়েছে। সেই কারণেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। সংবাদমাধ্যমের কাছে সাহায্যেরও আবেদন জানান তিনি। হাসিন বলেন, বেটি বাঁচাও, বেটি পড়াও চালু করেছেন মোদীজি। আমিও একজন মহিলা। কেন যোগী সরকার দেখছে না? কেন মোদিজি দেখছেন না? কী ভাবে আমার সঙ্গে দিনের পর দিন অন্যায় হচ্ছে, হেনস্থা করা হচ্ছে।
Be the first to comment