রোজদিন ডেস্ক : ‘কেন্দ্র-রাজ্য হাত ধরে চললে যেকোনও লক্ষ্যপূরণ সম্ভব’ নীতি আয়োগের বৈঠক থেকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অপারেশন সিঁদুরের সাফল্যে গর্বের সঙ্গে দেশের একতার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। আজ আরও একবার একতার কথা শোনা গেল তাঁর গোলায়।
এদিন নীতি আয়োগের দশম পরিচালন পরিষদের বৈঠক ছিল। বৈঠকের থিম ছিল ‘বিকশিত রাজ্য বিকশিত ভারত ২০৪৭।’ সেই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর মুখে শোনা যায় একতার কথা। বৈঠকে উপস্থিত সকলের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের উন্নয়নের গতি বাড়াতে হবে। যদি কেন্দ্র এবং সমস্ত রাজ্য একজোট হয় এবং টিম ইন্ডিয়ার মতো একসঙ্গে কাজ করে, তাহলে কোনও লক্ষ্য পূরণই অসম্ভব নয়। বিকশিত ভারত প্রতিটি ভারতীয়ের লক্ষ্য। যখন প্রতিটি রাজ্য বিকশিত হবে, তখন ভারতও বিকশিত হবে। এটাই ১৪০ কোটি নাগরিকের আকাঙ্ক্ষা।’
এরই সঙ্গে নমো আরও বলেন, ‘কর্মক্ষেত্রে বাড়াতে হবে নারী কর্মীর সংখ্যা। আমাদের নতুন নতুন আইন আনতে হবে। নয়া নীতি গ্রহণ করতে হবে। যাতে নারীদের সম্মানের সঙ্গে দেশের কর্মশক্তির সঙ্গে যুক্ত করা যেতে পারে। পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারে। মানুষ যদি পরিবর্তন অনুভব করে তবেই এক বিরাট পরিবর্তন ঘটাবে।’
এরপর টেনে আনেন পর্যটনের প্রসঙ্গ। তাঁর কথায়, ‘প্রতিটি রাজ্যের উচিত তাঁদের রাজ্যে থাকা পর্যটনকেন্দ্রকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলে। সেখানে যেন আন্তর্জাতিক মানের সব সুযোগ-সুবিধা ও পরিকাঠামো থাকে। তা হলেই সেই আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রগুলির পাশে থাকা ছোট শহরগুলিও আকর্ষণীয় হবে। সেখানেও ঘটবে উন্নয়ন।’
উল্লেখ্য, এদিনের বৈঠকে অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। বৈঠকে ছিলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

Be the first to comment