ধুবুলিয়ার বাহাদুরপুরে ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, শিশু-সহ মৃত ৩, আহত ১০

Spread the love

নিজস্ব সংবাদদাতা :  নদীয়ার ধুবুলিয়া থানার অন্তর্গত বাহাদুরপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু-সহ তিনজনের। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন প্রায় ১০ জন। শনিবার বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় জাতীয় সড়কের একটি লেন সংস্কারের কাজ চলছিল। সে কারণে একটি লেন বন্ধ রেখে অন্য লেন দিয়েই দুই দিকের যান চলাচল চালু ছিল। সেই পরিস্থিতিতেই বিকেলে বহরমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি বাস এবং কৃষ্ণনগর থেকে বহরমপুরগামী আরেকটি বাস বাহাদুরপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দে দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের মানুষজন ছুটে আসেন ঘটনাস্থলে। আহত যাত্রীদের বাসের ভেতর থেকে বের করে আনতে স্থানীয়রাই প্রথমে এগিয়ে আসেন। পাশাপাশি ধুবুলিয়া থানায় খবর দেওয়া হয়।

দ্রুত আহতদের উদ্ধার করে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা এক শিশু-সহ তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে ধুবুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত বাস দু’টি সরানোর কাজ শুরু করে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে জাতীয় সড়কে সংস্কার চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।

এই দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*