রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্যে দুই নির্বাচন আধিকারিক নিয়োগ করলো। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে জানানো হয়েছে। তাঁরা দুজনই আইএএস পদ মর্যাদার।
নির্বাচন দফতর সুত্রে প্রকাশ, এস অরুণ প্রসাদ অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক হলেন। যুগ্ম নির্বাচন আধিকারিক হলেন হরি শংকর পানিকর। তাঁরা যথাক্রমে ২০১১, ও ২০১৩ সালের আইএএস।
রাজ্যে পুজোর ছুটি চলাকালিন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই নির্দেশনামা আসায় সরকারি মহলে চাপা চাঞ্চল্য দেখা দিয়েছে।
ডেপুটি সিইও পদে নিয়োগের জন্য তিন জনের প্যানেল ও চেয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য নির্বাচন দফতরে দুই শীর্ষ আধিকারিক নিয়োগ নজিরবিহীন বলে অভিজ্ঞ মহল মনে করেন।
আজই বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই রাজ্য সহ অন্য রাজ্যেও এসআইআরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা যায়।

Be the first to comment