রোজদিন ডেস্ক : যোধপুর কারাগারে বন্দি লাদাখের সমাজ সেবী সোনম ওয়াংচুকের সঙ্গে সিপিএম সাংসদ অমরা রামকে দেখা করতে দেওয়া হল না।
রাজস্থানের সিকরের সাংসদ অমরা রাম দলের রাজ্য সম্পাদক কিষাণ পারেখকে নিয়ে ওয়াংচুকের সঙ্গে দেখা করতে গেছিলেন। বিজেপি শাসিত রাজস্থানের পুলিশ তাঁদের বাধা দেয়। তাঁরা ফিরে আসতে বাধ্য হন। সিপিআইএম এই ঘটনার তীব্র নিন্দা করেছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে লাদাখে গোলমালের জেরে সোনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে পুলিশ। তিনি এখন যোধপুর কারাগারে আছেন।

Be the first to comment