রোজদিন ডেস্ক : মহাষ্টমীর রাতে গোটা রাজ্য যখন উৎসবে মাতোয়ারা তখনই গুলি চলল হাওড়ায়। প্রকাশ্যে আততায়ীর গুলিতে খুন হলেন এক ব্যবসায়ী। ঘটনাস্থল হাওড়ার বনবিহারী বসু লেন। মঙ্গলবার রাতে পুজোর মধ্যে জনবহুল এলাকায় এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পুলিশ জানায়, নিহত ব্যবসায়ীর নাম সুরেন্দ্রনাথ যাদব (৫০)। বিহারের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সুরেন্দ্রনাথ পুজো দেখতে এখানে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার রাত ১০টা নাগাদ বনবিহারী বসু লেনের সন্ধ্যাবাজার এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সুরেন্দ্র। সে সময় আচমকা বাইকে চড়ে এসে তাঁকে ঘিরে ধরে এক দল যুবক। তারপর ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে পয়েণ্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কয়েক রাউন্ড গুলি চালায়। তারপর নির্বিঘ্নে চম্পট দেয়।
রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুরেন্দ্রনাথ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক সুরেন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। পুজোর রাতে গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সুরেন্দ্র মূলত ঘুরতেই হাওড়ায় এসেছিলেন। দুস্কৃতীদের বিহার-যোগ রয়েছে কি না, দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুনের মোটিভ এখনও স্পষ্ট নয়। দুস্কৃতিদের খোঁজে তল্লাশি চলছে।

Be the first to comment