রোজদিন ডেস্ক : রাজ্য জুড়ে পুজোর রোশনাই এর আড়ালে অন্ধকারে তাঁরা। বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নার ভার তাঁদের হাতে। কচিকাঁচাদের পাতে স্বাদিষ্ঠ খাবার তুলে দিতে চেষ্টাও করেন তাঁরাই। এর জন্য মাসে পান দু হাজার টাকা। তাও দশ মাসের জন্য। পুজোয় মেলে না কোন বোনাসও।
শিক্ষানুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, পুজোয় দেদার টাকা বিলি করে রাজ্য সরকার। অথচ এই মিড ডে মিলের কর্মীরা দশ মাসের ভাতা পান, পুজোয় কোন বোনাসও পান না। এই বিষয়ে ভাবা দরকার।

Be the first to comment