দশে দশ

Spread the love
  1. বাংলা তথা ভারতের চিকিৎসা জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ডাক্তার নীলরতন সরকারের জন্মদিবসে তাঁকে জানাই অন্তরের শ্রদ্ধা, সমাজ মাধ্যমে এ কথা লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীলরতন সরকারকে আন্তরিক শ্রদ্ধা জানান তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  2. আজ শচীন দেব বর্মনের জন্মদিন। মুখ্যমন্ত্রীএক্স হ্যান্ডেল-এ লেখেন বাংলা ও ভারতীয় সংগীতের কিংবদন্তি শিল্পী সুরকার ও গায়ক শচীন দেব বর্মনের জন্মদিনে তাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। সমাজ মাধ্যমে শচীন দেব বর্মনকে শ্রদ্ধা ও প্রণাম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  3. আজ মহানবমী, পুরান মতে নবময় তিথিতেই দেবী দুর্গা মহিষাসুর বধ করেছিলেন, কোথাও হচ্ছে কুমারী পুজো, কোথাও বলি, কোথাও বা ১০৮ বেলপাতা অগ্নিতে দিয়ে হোম হচ্ছে।
  4. রাত পোহালেই উমা বিদায় তাই আজ সকাল থেকে প্যাণ্ডেলে প্যাণ্ডেলে মানুষের ঢল। শেষ মুহূর্তের আনন্দ চেটেপুটে নিতে কসুর করছেন না কেউ। বনেদিবাড়িতে নবমীর দিনে বিশেষ পূজার্চনা।
  5. আছে দুর্যোগের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও ভ্রুকুটি আছে। তা সত্ত্বেও প্রানের  উৎসবের শরিক হতে রাতে প্যান্ডেল হপিং এর প্ল্যানিং।
  6. হাওড়ার সন্ধা বাজারে শুট আউট। নিহত এক ব্যবসায়ী। মঙ্গলবার মহাষ্টমীর রাতের ঘটনা
  7. ত্রিধারা সম্মিলনীর এবারের থিম চলো ফিরি। দেখানো হচ্ছিল অঘোরীদের নাচ। কিন্তু পুলিশ নোটিশ দিয়ে এই নাচ বন্ধ করে দেয়।
  8. কথিত আছে জোড়াসাঁকোর দাঁ বাড়িতে মা দুর্গা গয়না পরতে আসেন। ১৮৬ বছরের পুরনো পুজো এই পুজো, নিষ্ঠাভরে উপাচারে পূজা করা হয় মাকে। মায়ের গায়ের গয়না দেখলেই বোঝা যায় সত্যিই মা এখানে গয়না পড়তে আসেন।
  9. গতকাল মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দিলেন শুভেন্দু অধিকারী, নিজের এলাকাতেই অর্থাৎ কাঁথিতেই তিনি পুষ্পাঞ্জলি দেন।
  10. পুলিশের কোলে চেপে ঠাকুর দর্শন। ঘটনাটি ঘটে ডায়মন্ডহারবারে। ডায়মন্ডহারবার জেলা পুলিশের উদ্যোগে বৃদ্ধাশ্রমের অশক্ত বৃদ্ধ-বৃদ্ধাদের এবং অনাথ আশ্রম এর শিশুদের একরকম কোলে করেই ঠাকুর দেখানো হলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*