আজ মহানবমী, গানে গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, জন্মদিনে শ্রদ্ধা এসডি বর্মণকে, শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকেরও

Spread the love

রোজদিন ডেস্ক : আজ বুধবার। মহানবমী। এই উপলক্ষ্যে এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় গানে গানে সকলকে নবমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোজকার মত নিজের লেখা ও সুর করা শিল্পী ইমন চক্ররর্তীর গাওয়া একটিও গানও শেয়ার করলেন সবার সঙ্গে। তিনি লিখলেন—

“যদি থাকত একটা ছোট্ট বাগান

তবে কলি হয়ে রোজ ফুটতাম”

সকলকে জানাই মহানবমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা।

এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং ইমন চক্রবর্তী ‘র গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।

https://www.facebook.com/share/v/16gWuP5htQ/

একই সঙ্গে কিংবদন্তী শিল্পী, সুরকার, সুরস্রষ্টা শচিনদেব বর্মণের জন্মদিনে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর উদ্দেশ্যে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন—-

বাংলা ও ভারতীয় সঙ্গীতের কিংবদন্তী শিল্পী, সুরকার ও গায়ক শচীন দেববর্মণ-এর জন্মদিবসে তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সকলকে মহানবমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন। একই সঙ্গে তিনি শচিনদেব বর্মণ ও ডাঃ নীলরতন সরকারের জন্মদিনে তাঁদের স্মরণ করেন ও শ্রদ্ধা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*