চেন্নাইয়ের থার্মাল পাওয়ার স্টেশনে ভয়াবহ দূর্ঘটনায় মৃত্যু ভিনরাজ্যের ৯ শ্রমিকের

Spread the love

রোজদিন ডেস্ক : তামিলনাড়ুর এক থার্মাল পাওয়ার স্টেশনে ভয়াবহ দূর্ঘটনা। প্রাণ হারালেন অন্তত ৯ জন ভিনরাজ্যের শ্রমিক। আহত একাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। মৃতেরা সবাই অসমের বাসিন্দা। জানা গিয়েছে, চেন্নাইয়ে ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে নতুন নির্মাণ কাজ চলার সময় আচমকাই শ্রমিকদের উপর ৩০ ফুট উঁচুতে থাকা একটি ধাতব কাঠামো ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়েই মৃত্যু হয় শ্রমিকদের। দুর্ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি ১৯৭০ সালে তৈরি হয়। এর উৎপাদন ক্ষমতা ৪৫০ মেগাওয়াট। কিছুদিন ধরে বিদ্যুৎ কেন্দ্রে নতুন নির্মাণের কাজ চলছিল। এদিন আচমকা ৩০ ফুট উঁচু থেকে শ্রমিকদের উপর একটি বড়সড় ধাতব কাঠামো ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়েন শ্রমিকরা। আওয়াজ শুনে অন্য শ্রমিকরা ছুটে আসেন। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা ৯জনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে। মৃত ৯ জনই অসমের বাসিন্দা। খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি মৃতদেহগুলি রাজ্যে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন। কেন এই দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*