রোজদিন ডেস্ক : পুজোয় ছুটি পায়নি বাবা। ফলে অন্ধ্রপ্রদেশ থেকে ফেরা হয়নি বাড়িতে। পুজোয় বাবাকে না পেয়ে অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হল কিশোরী কন্যা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের রামজয় ঘেরি গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দা মিহির সরদার কর্মসূত্রে অন্ধ্রপ্রদেশে থাকেন। পুজোয় তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু পুজোর আগে তাঁর ফেরা হয়নি। তিনি জানান বুধবার ফিরবেন। এরপর ফোনে বাবার কাছে বারবার বাড়ি ফেরার আবদার করতে থাকে মেয়ে। কিন্তু বাবা জানান, তিনি বুধবারই বাড়ি ফিরবেন। তারপরই বছর পনেরোর ওই নাবালিকা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে দ্রুত হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর মৃত্যু হয় নাবালিকার। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী তার ঠাকুরমা ও ঠাকুরদার কাছে থাকত। কিছুদিন ধরে সে বাবার কাছে ফোন করে বাড়ি আসার আবদার করছিল। পুজোর সময় বাবাকে কাছে না পেয়ে অভিমানে এই চরম সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

Be the first to comment