- আদ নবমীর দিন নিম্নচাপ শক্তিশালী হবে। সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। দশমীতে নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নেবে, ওড়িশা উপকূলে।
- নবমীর রাতেই আবহাওয়া বিশেষভাবে বদলাতে শুরু করবে। দশমী ও একাদশীতেও ভাসতে পারে কলকাতা-সহ কিছু জেলা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে ১ অক্টোবর বুধবার থেকে ৪ অক্টোবর শনিবার পর্যন্ত। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলা ওড়িশার মৎস্যজীবীদের।
- আজ দুপুর ২টো ৩৬ মিনিট অবদি নবমী তিথি, পুজো দেখতে ভিড় বনেদি বাড়িগুলোয়
- বৃষ্টি উপেক্ষা করেই অষ্টমীর রাতে মানুষের ঢল প্যান্ডেলে প্যান্ডেলে
- মহাষ্টমীতে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে পুজোর আমেজে মাতল দিল্লি
- জ্বর নিয়ে বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এমএস রামাইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। চিকিৎসকরা বলছেন, এই মুহূর্তে ভয়ের কোনও কারণ নেই। তবে যতক্ষণ না তাঁর পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে ততক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। তাঁর জ্বরের উৎস জানতে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
- জুবিন গর্গ মৃত্যুর ঘটনায় বড় আপডেট। গ্রেফতার করা হল North East India Festival (NEIF)-এর মুখ্য আয়োজক শ্যামকানু মহান্ত ও গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে।
- বেহালা নূতন দলের পুজো মণ্ডপে এসে হরিদেবপুরের সঙ্গীতা রানা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হল না।
- ভয়াবহ ভূমিকম্প ফিলিপিন্সে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মানুষ। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬। আহত প্রায় দেড়শো। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
- ৩০ সেপ্টেম্বর রাতে মধ্য ফিলিপিন্সে আঘাত হানে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় রাত ৯টা বেজে ৫০ মিনিটে, সেবুর উত্তর উপকূলে আঘাত হানে ভূমিকম্প।
- চেন্নাই তাপবিদ্যুৎ কেন্দ্র (এন্নোর) নির্মাণস্থলে একটি ভবন ধসে ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। ৩০ ফুট উঁচু একটি খিলান বেশ কয়েকজন শ্রমিকের উপর পড়ে। যাতে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছে বহু মানুষ।
- পুলিশ কমিশনারেট জানিয়েছে, “ভবন ধসের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে ও ঘটনার তদন্ত শুরু হয়েছে। ১০ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন।”

Be the first to comment