প্রাক্তন মন্ত্রী বনমালী রায় প্রয়াত

Spread the love

রোজদিন ডেস্ক : বামফ্রন্ট আমলের প্রাক্তন মন্ত্রী বিশিষ্ট সিপিএম নেতা বনমালী রায়ের জীবনাবসান হয়েছে। আজ সকালে ধূপগুড়ির বাসভবনে তিনি শেষ নিশ্বাস ফেলেন। বয়স হয়েছিল ৮৫। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বামপন্থী আন্দোলনের অন্যতম পুরোধা বনমালী রায়ের প্রয়াণের খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে।  ১৯৭৭ সাল থেকে পরপর পাঁচ বারের বিধায়ক ছিলেন তিনি। ১৯৮২, ১৯৮৭ ও ১৯৯২-এ একাধিক দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। মিতভাষী,  সুভদ্র, শান্ত, প্রচারবিমুখ মানুষটি আজীবন আমজনতার পাশে থেকে কাজ করে গেছেন। ২০০৩ সালে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি হিসাবে তাঁর অনেক অবদান ছিল।

প্রবীণ নেতার প্রয়াণে সলিল আচার্য, জিয়াউল আলম, পীযূষ মিশ্র, মমতা রায়-সহ বহু নেতা গভীর শোক ব্যক্ত করেন। প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে বহু মানুষ তাঁর বাসভবনে গেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*