রোজদিন ডেস্ক : ভোটমুখী রাজ্যগুলির পর এবার সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। আগামীকাল বৃহস্পতিবার ৮ জানুয়ারি সকাল ১০টা থেকে জরুরি ভিত্তিতে দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের দাবি, চলতি বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া, ভোট প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই এই বৈঠকে আলোচনা হতে পারে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর দিল্লি থেকে ফিরছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। আজ ফের তিনি দিল্লি রওনা হবেন।

Be the first to comment