রোজদিন ডেস্ক : ইন্দোনেশিয়ায় হড়পা বানে ভেসে ১৪ জন মর্মান্তিকভাবে প্রাণ হারালেন। নিখোঁজ আছেন ৪ জন। ওই দেশের উত্তর সুলাওয়েসির এই ঘটনায় গভীর শোক দেখা দিয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে। আচমকা আসা এই ভয়ংকর হড়পা বানে আহত হয়েছেন ১৮ জন। দুর্গত এলাকায় প্রধান রাস্তাগুলি এই বানের ফলে আবর্জনা, পাথর, কাদায় ঢাকা পড়ে আছে বলে জানা গেছে। এলাকার প্রায় পাঁচশো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আকস্মিক এই হড়পা বানে সরকারি ভবন সহ কয়েকশো বাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় প্রবল বৃষ্টি, ভূমিধসের ফলে এই পরিস্থিতি বলে স্থানীয় প্রশাসন মনে করে।
পরিবেশবিদরা মনে করেন, খনিজ সম্পদ অনুসন্ধানের জন্য বনাঞ্চল ধ্বংস, কাঠের জন্য ঢালাও গাছ কাটা ইত্যাদির জন্য প্রাকৃতিক দুর্যোগ দিনদিন বাড়ছে। ভবিষ্যতে তা আরও প্রাণঘাতী হওয়ার আশঙ্কা।

Be the first to comment