রোজদিন ডেস্ক : ভারত আগামী ২০৩৬ সালের অলিম্পিকের জন্য সর্বশক্তি দিয়ে প্রস্তুতি নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জানিয়েছেন। আজ তাঁর নির্বাচনী কেন্দ্র বারানসিতে ৭২তম জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি একথা বলেন। ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, গত দশ বছরে দেশের বিভিন্ন শহরে ২০টির বেশি আন্তর্জাতিক ক্রীড়ানুষ্ঠান হয়েছে। এর মধ্যে অনুর্দ্ধ ১৭ ফিফা বিশ্বকাপ, হকি বিশ্ব কাপ, একাধিক দাবা টুর্নামেন্ট ইত্যাদি। ২০৩০ সালে ভারতে কমনওয়েলথ ক্রীড়া হবে জানিয়ে তিনি বলেন, ২০৩৬ সালের অলিম্পিক নিয়েও দেশ তৈরি হচ্ছে। উল্লেখ্য, ২০৩৬ সালে ভারত অলিম্পিকের আয়োজক দেশ হচ্ছে।
সূত্রের খবর, বারানসিতে জাতীয় ভলিবল টুর্নামেন্ট আজ থেকে ১১ জানুয়ারি অবধি চলবে। সারা দেশের ৫৮টি দলের ১ হাজারের বেশি খেলোয়াড় এতে অংশ নেবেন।
বারানসি এখন গুরুত্বপূর্ণ জাতীয় ক্রীড়ানুষ্ঠানের কেন্দ্র হয়ে উঠছে বলে আয়োজকদের দাবি।

Be the first to comment