১০ টা

Spread the love
  1. আজ মহাঅষ্টমী। চারিদিকে যেন জনজোয়ার। কলকাতা থেকে জেলা সর্বত্র মাতৃ আরাধনা, প্যান্ডেল হপিং।
  2. সকালে অষ্টমী পূজোর অঞ্জলি। তারপর দুপুর হতে না হতেই সন্ধিপূজোর আয়োজন। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে মা চামুণ্ডা রূপে পূজিত হন। ১০৮টি পদ্ম ও প্রদীপ জ্বালানো হয়। মায়ের রুদ্র রূপকে আরতী করেন পুরোহিত।
  3. বেলুড়মঠে বিশুদ্ধ মতে সন্ধিপুজো, অন্যদিকে দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে কালীবাড়িতে প্রধানমন্ত্রী এলেন, করলেন মাকে আরাধনা। চামোর হাতে মা দুর্গার উদ্দেশ্যে করলেন মঙ্গল আরতি দিলেন পুষ্পাঞ্জলী অন্যদিকে কালী বাড়ির মা কালীকেও আরাধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।
  4. মা দুর্গা কে মহা গৌরী রূপে আরাধনা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। সকলকে মহাষ্টমীর শুভেচ্ছা জানান তিনি।
  5. সকলকে মহা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা জানালেন রবার্ট ভদ্র। সমাজমাধ্যমে তিনি লেখেন মা দুর্গা সকলের মধ্যে সাহস সঞ্চার করুন। শুভ শক্তির জয় হোক।
  6. অষ্টমী ছাড় পেল না বৃষ্টির হাত থেকে। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যখন সন্ধি পূজা হয়, সেই সময় রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হয়।
  7. অষ্টমীতে বেলুড় মঠের কুমারী পুজো ও সন্ধ্যা আরতি দেখতে বহু লোক সমাগম হয়। অনেকে টিভিতে দেখেও উপভোগ করেন।
  8. উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের জেরে নবমীতে বৃষ্টির সম্ভাবনা। দশমী একাদশী তে দুর্যোগ হতে পারে
  9. মহাষ্টমীতে কন্যা আজানিয়াকে নিয়ে ঠাকুর দেখতে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতার দুটি মণ্ডপের ঠাকুর শুধু দেখলেন না, পিতা কন্যা মিলে ফুচকাও খেলেন।
  10. অষ্টমীতে সুকান্ত মজুমদার দিলেন অঞ্জলি। শুভেন্দু অধিকারী করলেন মঙ্গল আরতি, মায়ের কাছে আবেগে কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*