রোজদিন ডেস্ক : উৎসবে মাতোয়ারা বাংলা। পুজোর দিন মানেই উদযাপনের হিড়িক। প্যান্ডেল হপিং, খাওয়াদাওয়া, আড্ডা সবই। সুরাপ্রেমীরা তাঁদের মত করে সেলিব্রেশনে মেতে ওঠেন। মহালয়ার পর থেকেই মদের দোকানগুলিতে লম্বা লাইন দেখা গিয়েছে। আগে অষ্টমীর দিন পুরোপুরি ও দশমীর দিন বিকেল পাঁচটার পর বন্ধ থাকতো মদের দোকান। ২০১৬ সাল থেকে সেই নিয়ম উঠে যায়। ফলে গত কয়েক বছর ধরে দশমী আর ড্রাই ডে নয়। কিন্তু এবার সমস্যায় সুরাপ্রেমীরা। দশমীতে বন্ধ থাকছে মদের দোকান। কারণ, এই বছর দশমী পড়েছে ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন। সে কারণেই গোটা রাজ্য জুড়েই বন্ধ থাকছে মদের দোকান। ফলে মন একটু হলেও খারাপ সুরাপ্রেমীদের। তবে যাঁরা পুজোর দিনগুলোয় একটু আধটু সেলিব্রেশন করতে চান, তাঁদের আগেভাগে বন্দোবস্ত করে রাখতে হবে। ভুলে গেলে কিন্তু সব মাঠে মারা যাবে সেলিব্রেশন।

Be the first to comment