পুজোতে ও উত্তপ্ত ভাটপাড়া

Spread the love

রোজদিন ডেস্ক : কয়েক মাস কিছুটা শান্ত থাকার পর পুজোর মধ্যে ফের উত্তপ্ত হয়ে উঠলো উত্তর ২৪ পরগণার ভাটপাড়া। প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং-এর বাড়ির সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তুমুল বোমাবাজি করে বলে অভিযোগ।
অর্জুন সিং এর অভিযোগ, শুধু বোমা না, গুলিও চলেছে। আর সবই হয়েছে পুলিশের সামনে। তাঁর ভাইপোর গাড়ি ভাংচুরও করে দুষ্কৃতিরা। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের পুত্র নমিত সিং-এর মদতে এই হামলা চলে বলে তিনি জানান।
গতকাল গভীর রাতের এই ঘটনা নিয়ে আজও এলাকা থমথমে ছিল। স্থানীয় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম অবশ্য অর্জুন সিং এর অভিযোগ অস্বীকার করেন। তাঁর পালটা অভিযোগ, অর্জুন সিং এর মদতে দুষ্কৃতিরাজ চলছে। এক নিরীহ যুবককে ওঁর আশ্রিত দুষ্কৃতিরা প্রচন্ড মেরেছে।
পুলিশ সূত্রে প্রকাশ, এলাকার সিসিটিভি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি : ফাইল ফটো

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*