রোজদিন ডেস্ক : রাজ্যের ক্রীড়া জগতে শোকের ছায়া৷ রবিবার বিশিষ্ট ফুটবলার প্রশান্ত ব্যানার্জির কনিষ্ঠ পুত্র প্রনোজিৎ চলে গেলেন। মাত্র ৩১ বছর বয়েসে তাঁর এই অকালে চলে যাওয়ায় শোকস্তব্ধ পরিবার সহ ক্রীড়া মহলও। কয়েক বছর আগে মস্তিষ্কে টিউমার ধরা পড়ে তাঁর। চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন। গত বছর ফের অসুস্থ হন। ফুসফুসের সংক্রমণ হয়। রবিবার ছিল তাঁর জন্মদিন। সবাইকে ছেড়ে সেদিনই না ফেরার দেশে চলে যান প্রণোজিৎ। বাকরুদ্ধ পরিবার।

Be the first to comment