উড়ল লাল আবির! ধুপগুড়ি ব্লকের আলতা গ্রামে সমবায় সমিতির নির্বাচনে জয় সিপিএমের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ধুপগুড়ি ব্লকের আলতা গ্রাম কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। ফলে খুশির হাওয়া বাম শিবিরে। এলাকায় উড়ল লাল আবির। আর এই খুশিতেই  ওই এলাকায় বিজয়মিছিল করল সিপিআইএম।

দীর্ঘদিন বাদে লাল আবির খেলায় মেতে উঠলেন সিপিআইএমের কর্মী সমর্থকরা। রীতিমতো ব্যান্ড পার্টি নিয়ে বাজি পটকা ফাটিয়ে বিজয় উল্লাসে মেতে উঠেছিলেন মিছিলে অংশগ্রহণকারীরা। সমবায় সমিতির নির্বাচনে ৯ আসনের মধ্যে ৮ আসনেই জয়ী হয়েছে সিপিআইএম সমর্থিত প্রার্থীরা।

সিপিআইএম নেতৃত্বের তরফে বলা হচ্ছে মানুষের রায় বদলাতে শুরু করেছে। এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত হলেও তাদের ভোট তৃণমূল নিজেদের ঘরে তুলতে পারেনি। মানুষ এখন জাত পাত ধর্ম নিজেকে ভোট দেয় না। মানুষ ভোট দেয় নিজেদের ভবিষ্যৎ এবং উন্নয়নকে সামনে রেখে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*