রোজদিন ডেস্ক : ক্রিকেট খেলার সঙ্গে রাজনীতি বা সাম্প্রদায়িক বিষয়কে জড়িয়ে দেওয়া ঠিক নয় বলে কংগ্রেস সাংসদ শশী থারুর মনে করেন। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে শাহরুখ খান তাঁর কেকেআর-এ নেওয়ার বিরুদ্ধে তীব্র বিষোদগার করেছেন বিজেপি নেতা সঙ্গীত সোম। বাদশা খান-কে দেশদ্রোহী বলে আক্রমণ শানিয়েছেন।
শুক্রবার শশী থারুর বলেন, খেলাকে এইসব থেকে পৃথক রাখা উচিত। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, আক্রমণ নিয়ে তিনি ও উদ্বিগ্ন, কিন্তু এর জন্য ওখানকার খেলোয়াড়কে দায়ী করা যায় না বলে জানান। মুস্তাফিজুর রহমান ব্যক্তিগতভাবে ঘৃণা ভাষণ দেননি, কোন আক্রমণ ও করেন নি, বা যারা এই সব করছে তাদের হয়েও কথা বলেন নি, উনি একজন খেলোয়াড়, তাঁকে এই সব থেকে দূরে রাখা উচিত বলে থারুর জানান। ভারত যদি তার প্রতিবেশী দেশগুলির থেকে বিচ্ছিন্ন হয়, খেলা বয়কট ইত্যাদি করে, তা কখনো ভাল হবে না। এই সব বিষয়ে বড় হৃদয় ও বড় মন থাকা দরকার বলে তিনি জানান।
মুস্তাফিজুর রহমান-কে দলে নিয়ে শাহরুখ খান কোন অন্যায় করেননি বলে শশি থারুরের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মেলে।

Be the first to comment