জন্মদিবসে বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরকে বিনম্র শ্রদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

রোজদিন ডেস্ক : জন্মদিবসে বাংলার অন্যতম শ্রেষ্ঠ মনীষী  পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিনম্র শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বেলার দিকে তিনি বিদ্যাসাগর কলেজে গিয়ে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে তিনি বিদ্যাসাগরের স্মরণে এক আবেগঘন পোস্ট করেন। তিনি লেখেন—

‘বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে।

করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে,

দীন যে, দীনের বন্ধু!’

‘বর্ণপরিচয়’, ‘বোধোদয়’, ‘কথামালা’-র স্রষ্টা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার সমাজসংস্কারে এবং শিক্ষাবিস্তারে যে দ্যুতি প্রসার করেছিলেন তার গুরুত্ব আজও অপরিসীম। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসে, আজ বিদ্যাসাগর কলেজে তাঁর মূর্তির রাতুল চরণে এবং ২০১৯ সালে বর্বর বাংলা বিরোধীদের হাতে ভাঙা তাঁর অবশিষ্ট মূর্তিতে – আমি বিনম্র শ্রদ্ধার সহিত পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলাম।

তিনি নারীশিক্ষার বিস্তারের মধ্য দিয়ে মেয়েদের স্বনির্ভর করতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি শুধু বিধবা বিবাহ প্রবর্তন ক’রে স্থির থাকেননি, বহুবিবাহ রোধ এবং বাল্যবিবাহের প্রতিরোধেও শামিল হয়েছিলেন। আমি সৌভাগ্যবান, নব জোয়ার যাত্রার সময় মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তাঁর পুণ্য জন্মভিটের স্পর্শ পেয়েছি। আমাদের রাজ্য সরকার প্রায় আড়াই কোটি খরচ করে তাঁর বাড়ি সংরক্ষণের পাশাপাশি সেখানে প্রবেশদ্বার এবং তোরণ তৈরি করেছে। ঊনবিংশ শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শকে শিরে ধারণ ক’রে, নারীশিক্ষার বিকাশের দায়িত্ব পালনে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*