মাদুরোকে আনার অভিযানে কিউবার ৩২ জন নিহত

Spread the love

রোজদিন ডেস্ক : ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো কে আনার মার্কিনি অভিযানে কিউবার ৩২ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিউবায় ৫ ও ৬ জানুয়ারি শোক পালন করবে কিউবা। সূত্রের খবর, নিহতরা কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা দফতরের সদস্য।
কিউবা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তাঁদের দেশের নাগরিকরা নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত দায়িত্বে অটল থেকে মর্যাদা ও বীরত্বের সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি লড়াই, বা বোমা বর্ষণে প্রাণ হারিয়েছেন।
মাদুরো ক্ষমতায় আসার পর বন্ধু রাষ্ট্র কিউবা তাঁর বেশ কিছু নিরাপত্তার ব্যবস্থা করেছিল। নিহতদের কতজন মাদুরোর বাসভবনে ছিলেন, আর কতজন অন্য জায়গায় ছিলেন তা জানা যায়নি। মাদুরোকে ধরতে মার্কিন বাহিনীর সঙ্গে তাঁদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয় বলে জানা গেছে।
এবার কিউবা, মেক্সিকো ইত্যাদি দখল করা হবে বলেও ট্রাম্প হুঙ্কার দিলেও তারা ভীত নয় বলে সমাজতন্ত্রী কিউবা জাবিয়ে দিয়েছে। অন্যদিকে মাদুরোকে জোর করে ধরে আনার বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ হচ্ছে।
ভারতে ও বামপন্থীরা এর প্রতিবাদ বিক্ষোভে সরব হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*