সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা করতে শিলিগুড়ি পৌঁছালেন কেন্দ্রীয় মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা। মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন সুকনায় একটি বেসরকারি হোটেলে ওঠেন নির্বাচনী আধিকারিক।
সোমবার শিলিগুড়িতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ১৩ সদস্যের এক বিশেষ প্রতিনিধি দল। নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের আট জেলার জেলা প্রশাসন এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার। নির্বাচন বিধি সংক্রান্ত বিষয়ে এখনও পর্যন্ত জেলা প্রশাসন এবং পুলিশের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে আর কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে আলোচনা করবেন অরোরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা বলেন, ” অসম থেকে নির্বাচন সংক্রান্ত বৈঠক করে এসেছি । পশ্চিমবঙ্গেও আলোচনা করব ৷ তারপর তামিলনাড়ুতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে ।”
Be the first to comment